১) একটি বাক্যে উত্তর দাও :-
১.১) হিংসুটির নাম বলা মুশকিল কেন?
উত্তর :- হিংসুটির নামে যদি কোন পাঠিকা থাকে, তাহলে তারা লেখকের উপরে চটে যাবে তাই।
১.২) হিংসুটির দিদি কেমন মেয়ে?
উত্তর :- হিংসুটির দিদি বড়ো লক্ষী মেয়ে।
১.৩) হিংসুটির বয়স কত?
উত্তর :- হিংসুটির বয়স সাত বছর।
১.৪) হিংসুটির দিদির বয়স কত?
উত্তর :- হিংসুটির দিদির বয়স আট বছর।
১.৫) হিংসুটির দিদি কী কী পড়ে ফেলেছে?
উত্তর :- হিংসুটির দিদি 'বোধোদয়' আর 'ছেলেদের রামায়ণ' পড়ে ফেলেছে।
১.৬) স্কুলে কে কেমন ফল করত?
উত্তর :- দিদি প্রাইজ পেত, আর হিংসুটি খালি বকুনি খেত আর শাস্তি পেত।
১.৭) দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কী করল?
উত্তর :- হিংসুটি ছবির বইটিকে কালি ঢেলে, মলাট ছিঁড়ে, কাদায় ফেলে নষ্ট করে দিল।
১.৮) হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কেঁদে ফেলল কেন?
উত্তর :- দিদির রসমুন্ডিটা হিংসুটির চাইতে বড়ো ছিল তাই।
১.৯) দিদির জন্মদিনে হিংসুটি কী করে?
উত্তর :- দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা, নতুন কাপড় এলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে।
১.১০) একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি খুলে কি দেখল?
উত্তর :- লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে।
১.১১) হিংসুটির ভয়ানক রাগ হলো কেন?
উত্তর :- হিংসুটি ভেবেছিল তার দিদি তার মামার কাছ থেকে পুতুল আদায় করে, তার থেকে লুকিয়ে রেখেছে। তাই তার ভয়ানক রাগ হলো।
১.১২) কেন হিংসুটির চোখ ফেটে জল এল?
উত্তর :- যত সব ভালো ভালো জিনিস দিদি কেন পাবে, এই ভেবে তার চোখে জল এল।
১.১৩) কে , কাকে ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে মারতে লাগল?
উত্তর :- হিংসুটি, ডান্ডা দিয়ে পুতুলটিকে ধাঁই ধাঁই করে মারতে লাগল।
১.১৪) মারার পর সে কি করল?
উত্তর :- মারার পর সে ভাঙা পুতুলটিকে বাক্সের মধ্যে ঠেসে রেখে দিল।
১.১৫) মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন?
উত্তর :- মামা বিকেলবেলা এসে হিংসুটিকে ডাকতে লাগলেন।
১.১৬) মামা হিংসুটিকে ডেকে কি বললেন?
উত্তর :- মামা হিংসুটিকে বললেন , ' তোর জন্য কি এনেছি দেখিসনি'? ।
১.১৭) হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল কেন?
উত্তর :- আলমারিতে পুতুল আছে শুনে হিংসুটির বুক ধড়াস করে উঠল।
১.১৮) সে কাঁদো কাঁদো গলায় কি বলল?
উত্তর :- হিংসুটি কাঁদো কাঁদো গলায় তার মাকে বলল , 'সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো ছিল' আর তার মাথায় কি কালো কোঁকড়ানো চুল ছিল?
১.১৯) হিংসুটির কথা শুনে মা কি বললেন?
উত্তর :- হিংসুটির কথা শুনে মা বললেন, হ্যাঁ। তুই দেখেছিস নাকি?
১.২০) হিংসুটি ভ্যা করে কেঁদে পালিয়ে গেল কেন?
উত্তর :- হিংসুটি পুতুলটিকে আগেই ভেঙে নষ্ট করে দিয়েছিল তাই।
সুকুমার রায় জীবনী :-
সুকুমার রায় ( ১৮৮৭-১৯২৩) :- 'আবোল তাবোল', 'পাগলা দাশু', 'হযবরল', ইত্যাদির স্রষ্টা সুকুমার রায়। পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। প্রত্যেক বাঙালির শৈশবে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক। চিত্রশিল্পী, ফটোগ্রাফি, সরস ও কৌতুককর কাহিনী ও ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয়। তার রচিত অন্যান্য বই - 'খাই খাই', 'অবাক জলপান', 'ঝালাপালা', 'লক্ষনের শক্তিশেল' ইত্যাদি। স্বল্পদিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে।
২) 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :-
উত্তর :- মিটমিটে --- চোখ।
ফুটফুটে -- মুখ।
কচি কচি -- হাত-পা।
টুকটুকে -- জামা-কাপড়।
কাঁদো কাঁদো - গলা।
শব্দার্থ :- হিংসুটে - যে অন্যকে হিংসে করে।
ঝগড়াটি - যে খালি ঝগড়া করে।
প্রাইজ - পুরস্কার।
রসমুন্ডি - একরকমের মিষ্টি।
ডান্ডা - লাঠি।
৩) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :-
৩.১) হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যা করে _________________ ( কেঁদে ফেলল / হেসে ফেলল / খেয়ে ফেলল )।
উত্তর :- কেঁদে ফেলল।
৩.২) সে একটা ডান্ডা দিয়ে পুতুলটিকে ধাঁই ধাঁই করে ____________ ( আদর করল / মারতে লাগল / স্নান করাল )।
উত্তর :- মারতে লাগল।
৩.৩) সে _______________ ( আনন্দে / দুঃখে / রাগে ) গরগর করতে করতে চলে গেল।
উত্তর :- রাগে।
৩.৪) শুনে _________________ ( ভয়ে / রাগে / হিংসায়) হিংসুটির বুক ধড়াস ধড়াস করতে লাগল।
উত্তর :- ভয়ে।
৩.৫) সে কাঁদো কাঁদো _____________ ( গলায় / মুখে / চোখে ) বলল।
উত্তর :- গলায়।
৩.৬) সে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে _________ ( ছুয়ে / তাকিয়ে / শুনে ) একদৌড়ে সেখান থেকে পালিয়ে গেল।
উত্তর :- তাকিয়ে।
৪) কোনটি বেমানান খুঁজে বের করো :-
৪.১) দুষ্টু, শান্ত, হিংসুটি, ঝগড়াটি।
উত্তর :- শান্ত।
৪.২) বোধোদয়, ছেলেদের রামায়ণ, রসমুন্ডি, ইংরেজি ফার্স্টবুক।
উত্তর :- রসমুন্ডি।
৪.৩) নাচতে নাচতে, ফুঁপিয়ে ফুঁপিয়ে, গাল ফুলিয়ে, ঠোঁট বাকিয়ে।
উত্তর :- নাচতে নাচতে।
৪.৪) মা, মামা, দাদা, হিংসুটি।
উত্তর :- দাদা।
৪.৫) বাক্স, আলমারি, মলাট, পুতুল।
উত্তর :- মলাট।
৫) হিংসুটির দিদিকে 'লক্ষী মেয়ে' বলা হয়েছে কেন?
উত্তর :- হিংসুটির দিদি কাজে কর্মে ও পড়াশোনাতে খুব ভালো, তাই হিংসুটির দিদিকে এখানে লক্ষী মেয়ে বলা হয়েছে।
৬) মামার দেওয়া পুতুলটা কেমন ছিল? সেটা কোথায় রাখা ছিল?
উত্তর :- মামার দেওয়া পুতুলটা ছিল লাল টুকটুকে রঙের। সেটা ছিল মায়ের আলমারিতে।
Comments