Skip to main content

মনকেমনের গল্প নবনীতা দেবসেন প্রশ্ন উত্তর


শব্দার্থ :- বিষ্টি -
বৃষ্টি।

স্যালুট করা - অভিবাদন জানানো।
আঁধার - অন্ধকার। 

কূজন - পাখির ডাক। 

মেঘছায়ে - মেঘের ছায়ায়। 

কাকলি - পাখির ডাক। 

সজল - জলপূর্ণ। 

বলাকা - সাদা পাখির ঝাঁক। 

ক্লোরোফিল - গাছের পাতার একটি উপাদান, যা থাকে বলে পাতার রঙ হয় সবুজ। 

জরুরি - দরকারী। 

ফ্লাগ - পতাকা। 

১) নীচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :-

১.১) বৃষ্টির দিনগুলি রুবাইয়ের এত ভালো লাগে কেন? 

উত্তর :- বৃষ্টির দিনগুলি মেঘলা ও আলো-আঁধার হয়ে থাকে তাই। 

১.২) আমাদের জাতীয় সংগীত কোনটি? 

উত্তর :- ' জনগণমন'। 

১.৩) ১৫ আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? 

উত্তর :- ১৫ আগস্ট 'স্বাধীনতা দিবস' উপলক্ষে দেশ জুড়ে পতাকা তোলা হয়। 

১.৪) ইসকুল রুবাইয়ের কেমন লাগে? 

উত্তর :- বিষ্টি - বাদলার দিনে রুবাইয়ের স্কুল মোটেই ভালো লাগে না। 

১.৫) ' বলাকা' বলতে কি বোঝ? 

উত্তর :- বলাকা বলতে সাদা পাখির ঝাঁক কেই বোঝায়। 

১.৬) শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? 

উত্তর :- শক্ত শব্দের মানে রুবাইকে দিম্মা  বলে দিতেন। 

১.৭) রুবাইকে লেখার খাতা কে দিয়েছিলেন? খাতাটি কেমন? 

উত্তর :- লেখার খাতাটি দিয়েছিল ছোটোমামু। খাতাটি ছিল সুন্দর করে বাঁধানো। 

১.৮) লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিল? 

উত্তর :- রুবাই ১৫ আগস্ট, ছুটির দিনের কথা লিখেছিল। ১.৯) আমাদের জাতীয় পতাকায় কয়টি রঙ আছে? ও কী কী? 

উত্তর :- আমাদের জাতীয় পতাকায় তিনটি রঙ আছে। যথা - গেরুয়া, সাদা ও সবুজ। 

নবনীতা দেবসেন জীবনী :-

নবনীতা দেবসেন ( জন্ম ১৯৩৮ ) :- কবি নরেন্দ্র দেব ও কবি রাধারানী দেবীর কন্যা। কবি, উপন্যাসিক, প্রাবন্ধিক, ভ্রমণ কাহিনী রচয়িতা। 'প্রথম প্রত্যুষ', 'স্বাগত দেবদূত', 'আমি অনুপম', 'করুনা তোমার কোন পথ দিয়ে' ইত্যাদি বিশিষ্ট রচনার রচয়িতা। কৌতুক প্রবণতা ও অন্তরঙ্গ রচনাভঙ্গি তার বৈশিষ্ট্য। 

২) এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো :-

র চি মি চি কি র - কিচিরমিচির। 

ক ন কূ লি কা জ - কাকলিকূজন। 

লো ধা আঁ রি আ - আলোআঁধারি। 

র ল ম গ কা - গরমকাল। 

দ বৃ বা ষ্টি লা - বৃষ্টিবাদলা। 

৩) বর্ণ বিশ্লেষণ করো :-

বিষ্টি - ব্+ই+ষ্ +ট্ +ই। 

ক্লোরোফিল - ক্ +ল্ +ও +র্ +ও+ ফ্+ ই+ ল্ +অ। 

সারাক্ষণ - স্ +আ +র্ +আ +ক্ +ষ্+ অ+ ণ্ +অ। 

আশ্চর্য - আ+ শ্ +চ্ +র্ +য্ +অ। 

সুন্দর - স্ +উ +ন্ +দ্+অ +র্ +অ। 

৪) বাক্য রচনা করো :-

অন্ধকার - বৃষ্টির দিনে আকাশ অন্ধকার হয়ে আসে। 

রোদ্দুর - বৃষ্টি পড়া শেষ হলেই রোদ্দুর উঠবে। 

মেঘলা -  সকাল থেকেই আকাশ মেঘলা করে আছে। 

বনজঙ্গল - কলকাতা শহরে বনজঙ্গল নেই। 

সাদা - স্মৃতিস্তম্ভটি সাদা মার্বেল দিয়ে তৈরি। 


Comments

Popular posts from this blog

দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত কবিতার প্রশ্ন উত্তর class 3

  শব্দার্থ :- শীতল - ঠান্ডা।  নাগ - সাপ।  ক্লান্তিহরা - যে ক্লান্তি দূর করে।  মাল্য - মালা।  খাঁটি - বিশুদ্ধ।  কমল - পদ্মফুল।  অঙ্গ - শরীর।  পাঁয়জোর - নূপুর।  শিয়র - মাথা।  কনক - সোনা।  নিদ-মহল -- ঘুমের প্রাসাদ।  অন্নপানি - খাবার ও জল, এককথায় খাদ্য।  নিতি - নিত্য, রোজ।  বার্তা - খবর।  ১) নীচের প্রশ্নগুলোর দু-এককথায় উত্তর দাও :- ১.১) তোমার দেশ কোনটি?  উত্তর :- আমার দেশ ভারতবর্ষ।  ১.২) সেই দেশটি কেমন?  উত্তর :- মধুর চেয়েও মধুর।  ১.৩) দেশে থাকতে কবির কেমন লাগে?  উত্তর :- দেশে থাকতে কবির খুবই ভালো লাগে।  ১.৪) এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে, যার মধ্যে খাবার এবং জল - দুটোই থাকে। কোন ফল তা লেখো।  উত্তর :- নারিকেল।  ১.৫) ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন?  উত্তর :- কনক বা সোনা যেমন খুব মুল্যবান জিনিস তেমনি ধান ও খুব মুল্যবান জিনিস, তাই এখানে ধানকে কনকের সাথে তুলনা করা হয়েছে।  ১.৬) কবিতাটি কার লেখা?  উত্তর :- কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দ...

পানতাবুড়ি যোগীন্দ্রনাথ সরকারের লেখা গল্পের প্রশ্ন উত্তর

  ১) এক কথায় উত্তর দাও :- ১.১) পানতাবুড়ির নাম অমন হলো কেন?  উত্তর :- সব দিন পানতাভাত খেত বলে।  ১.২) পানতাবুড়ির দিন চলত কেমন করে?  উত্তর :- ভিক্ষা করে।  ১.৩) পানতাবুড়ি কার জ্বালায় অস্থির?  উত্তর :- চোরের জ্বালায়।  ১.৪)  অস্থির হয়ে পানতাবুড়ি কি করতে চলল?  উত্তর :- রাজার কাছে নালিশ করতে চলল।  ১.৫) রাস্তায় প্রথমে তার কার সঙ্গে দেখা হলো?  উত্তর :- একটা বেল - এর সঙ্গে।  ১.৬) কিছুটা দূরে গিয়ে পানতাবুড়ির সঙ্গে কার দেখা হলো ?  উত্তর :-  একটা শিঙি মাছের ।  ১.৭) সূচ  বুড়িকে  কি বলেছিল?  উত্তর :- বুড়ি, বুড়ি কোথায় যাচ্ছো?  ১.৮) ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠল কেন?  উত্তর :- সবাই বারবার একই কথা জিজ্ঞেস করার জন্য।  ১.৯) বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল?  উত্তর :- বিরক্ত হয়ে বুড়ি ছুরিকে  বলেছিল- যেথায় যাই না, তাতে তোর কি?  ১.১০) রাজবাড়ীর কাছে গিয়ে বুড়ি কি দেখল?  উত্তর :- বুড়ি দেখল, পথের ধারে একটা কুমির পড়ে আছে।  ১.১১) বুড়ি রাজবাড়ীতে কখন পৌছল?  উত্তর...

সাথী অবনীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর

  শব্দার্থ :- তেপান্তর - তিনটি প্রান্তর যেখানে মিলেছে, খুব বড়ো মাঠ।  ধু ধু - ফাকা, শূন্য।  ঝিলমিল - ঝিকমিক করা।  সাথি - সঙ্গি, বন্ধু।  আঁধি - ধুলিঝড়।  বিদ্যুল্লতা - লতার মত দেখতে বিদ্যুৎ, বিজলী।  অপরুপ - যার রুপের তুলনা হয়না।  বলাকা - পাখির ঝাক।  পারিযাত - কাল্পনিক ফুল।  সেথো - সঙ্গি, সাথি, বন্ধু।  বৃথা - ব্যার্থ, বিফল।  মিছিমিছি - শুধু শুধু, এমনি এমনি।  কুটোকাটা - খড়কুটো, ডালপালা।  ১) একটি বাক্যে উত্তর দাও :- ১.১) তালগাছ কোথায় একলা বাড়ল?  উত্তর :- তেপান্তর মাঠে।  ১.২) ঘন নীল ছায়ার মত কাদের দেখা যায়?  উত্তর :- দূরে মাঠ ঘেরা বনের লতাপাতাদের।  ১.৩) মাঠের চেয়ে বড়ো কে?  উত্তর :- মাঠের চেয়ে বড়ো আকাশ।  ১.৪) হাওয়ার সঙ্গে কে আসে?  উত্তর :- ফুলের গন্ধ।  ১.৫) ঝড়ের সঙ্গে কে কে আসে?  উত্তর :- আঁধি আর বৃষ্টি।  ১.৬) শরতের মেঘের সাথি কে?  উত্তর :- বলাকা।  ১.৭) তালগাছ কেন বৃথা আঁকুপাঁকু করে?  উত্তর :- তাদের সঙ্গে চলার জন্য।  ১.৮) তালগাছের কাছে কারা আসা...