স্যালুট করা - অভিবাদন জানানো।
আঁধার - অন্ধকার।
কূজন - পাখির ডাক।
মেঘছায়ে - মেঘের ছায়ায়।
কাকলি - পাখির ডাক।
সজল - জলপূর্ণ।
বলাকা - সাদা পাখির ঝাঁক।
ক্লোরোফিল - গাছের পাতার একটি উপাদান, যা থাকে বলে পাতার রঙ হয় সবুজ।
জরুরি - দরকারী।
ফ্লাগ - পতাকা।
১) নীচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :-
১.১) বৃষ্টির দিনগুলি রুবাইয়ের এত ভালো লাগে কেন?
উত্তর :- বৃষ্টির দিনগুলি মেঘলা ও আলো-আঁধার হয়ে থাকে তাই।
১.২) আমাদের জাতীয় সংগীত কোনটি?
উত্তর :- ' জনগণমন'।
১.৩) ১৫ আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন?
উত্তর :- ১৫ আগস্ট 'স্বাধীনতা দিবস' উপলক্ষে দেশ জুড়ে পতাকা তোলা হয়।
১.৪) ইসকুল রুবাইয়ের কেমন লাগে?
উত্তর :- বিষ্টি - বাদলার দিনে রুবাইয়ের স্কুল মোটেই ভালো লাগে না।
১.৫) ' বলাকা' বলতে কি বোঝ?
উত্তর :- বলাকা বলতে সাদা পাখির ঝাঁক কেই বোঝায়।
১.৬) শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন?
উত্তর :- শক্ত শব্দের মানে রুবাইকে দিম্মা বলে দিতেন।
১.৭) রুবাইকে লেখার খাতা কে দিয়েছিলেন? খাতাটি কেমন?
উত্তর :- লেখার খাতাটি দিয়েছিল ছোটোমামু। খাতাটি ছিল সুন্দর করে বাঁধানো।
১.৮) লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিল?
উত্তর :- রুবাই ১৫ আগস্ট, ছুটির দিনের কথা লিখেছিল। ১.৯) আমাদের জাতীয় পতাকায় কয়টি রঙ আছে? ও কী কী?
উত্তর :- আমাদের জাতীয় পতাকায় তিনটি রঙ আছে। যথা - গেরুয়া, সাদা ও সবুজ।
নবনীতা দেবসেন জীবনী :-
নবনীতা দেবসেন ( জন্ম ১৯৩৮ ) :- কবি নরেন্দ্র দেব ও কবি রাধারানী দেবীর কন্যা। কবি, উপন্যাসিক, প্রাবন্ধিক, ভ্রমণ কাহিনী রচয়িতা। 'প্রথম প্রত্যুষ', 'স্বাগত দেবদূত', 'আমি অনুপম', 'করুনা তোমার কোন পথ দিয়ে' ইত্যাদি বিশিষ্ট রচনার রচয়িতা। কৌতুক প্রবণতা ও অন্তরঙ্গ রচনাভঙ্গি তার বৈশিষ্ট্য।
২) এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো :-
র চি মি চি কি র - কিচিরমিচির।
ক ন কূ লি কা জ - কাকলিকূজন।
লো ধা আঁ রি আ - আলোআঁধারি।
র ল ম গ কা - গরমকাল।
দ বৃ বা ষ্টি লা - বৃষ্টিবাদলা।
৩) বর্ণ বিশ্লেষণ করো :-
বিষ্টি - ব্+ই+ষ্ +ট্ +ই।
ক্লোরোফিল - ক্ +ল্ +ও +র্ +ও+ ফ্+ ই+ ল্ +অ।
সারাক্ষণ - স্ +আ +র্ +আ +ক্ +ষ্+ অ+ ণ্ +অ।
আশ্চর্য - আ+ শ্ +চ্ +র্ +য্ +অ।
সুন্দর - স্ +উ +ন্ +দ্+অ +র্ +অ।
৪) বাক্য রচনা করো :-
অন্ধকার - বৃষ্টির দিনে আকাশ অন্ধকার হয়ে আসে।
রোদ্দুর - বৃষ্টি পড়া শেষ হলেই রোদ্দুর উঠবে।
মেঘলা - সকাল থেকেই আকাশ মেঘলা করে আছে।
বনজঙ্গল - কলকাতা শহরে বনজঙ্গল নেই।
সাদা - স্মৃতিস্তম্ভটি সাদা মার্বেল দিয়ে তৈরি।
Comments