Skip to main content

কে ছিলেন ইশপ তৃতীয় শ্রেণী বাংলা পাতাবাহার প্রশ্ন উত্তর

 ১) একটি বাক্যে উত্তর দাও :-

১.১) শেয়াল কিছুতেই কীসের নাগাল পায়নি? 

উত্তর :- শেয়াল কিছুতেই আঙুরগুচ্ছের নাগাল পায়নি। 

১.২) শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? 

উত্তর :- শেয়াল শেষে ' আঙুরফল টক ' বলে চলে গিয়েছিল। 

১.৩) খরগোশ কেমন ছিল? 

উত্তর :- খরগোশ খুব অহংকারী ছিল। 

১.৪) খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল? 

উত্তর :- খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। 

১.৫) খরগোশ কেন হেরে গিয়েছিল? 

উত্তর :- অহংকারী খরগোশ তার অহংকারের জন্য হেরে গিয়েছিল। 

১.৬) রাখাল ছেলে কি করত? 

উত্তর :- রাখাল ছেলে মিছিমিছি  ' বাঘ বাঘ ' বলে চেঁচিয়ে লোক জড়ো করত। 

১.৭) ইশপ কোন দেশের মানুষ ছিলেন? 

উত্তর :- ইশপ ছিলেন প্রাচীন গ্রিস দেশের মানুষ। 

১.৮) ইশপ কাদের নিয়ে গল্প বানাতেন? 

উত্তর :- ইশপ তার আশেপাশের লোকজনদের নিয়ে গল্প বানাতেন। 

১.৯) ইশপের প্রভু কে ছিলেন? 

উত্তর :- ইশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। 

১.১০) তিনি ইশপকে কোথায় পাঠিয়েছিলেন? 

উত্তর :- তিনি ইশপকে ডেলফিতে  পাঠিয়েছিলেন। 

১.১১) সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? 

উত্তর :- পুরোহিতদের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। 

১.১২) সেখানকার মানুষ কেমন ছিল? 

উত্তর :- সেখানকার মানুষ ছিল বড়ো লোভী। 

১.১৩) তাদের আচরণ দেখে ইশপ কোন গল্প বাঁধলেন? 

উত্তর :- সোনার ডিম-পাড়া হাঁসের গল্প বাঁধলেন। 

১.১৪) নীতিগল্প কাকে বলে? 

উত্তর :- যে গল্প পড়ে ভালো ভালো উপদেশ পাওয়া যায়। 

১.১৫) আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি? 

উত্তর :- দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি ইত্যাদি। 

১.১৬) অনুবাদ বা তরজমা কাকে বলে? 

উত্তর :- অন্য ভাষার গল্প নিজের ভাষায় প্রকাশ করাকে অনুবাদ বা তরজমা বলে। 

১.১৭) ইশপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয়? 

উত্তর :- ইশপের গল্পে বিভিন্ন ধরনের সদুপদেশ পাওয়া যায় তাই। 

১.১৮) ইশপকে কেন ' মানবজাতির সবচেয়ে বড়ো শিক্ষকদের একজন ' বলা হয়েছে? 

উত্তর :- ইশপ  তার গল্পে অনেক ধরনের শিক্ষামূলক উপদেশ দিয়েছেন তাই। 

শব্দার্থ :- আঙুরগুচ্ছ - আঙুরের থোকা। 

নাগাল - ছোঁয়া। 

অহংকারী - দাম্ভিক, গর্বিত। 

জেদ - গোঁ, নাছোড়বান্দা ভাব। 

নিষ্ঠা - মনোযোগ, অনুরক্তি। 

ভেড়ার পাল - ভেড়ার দল। 

ক্রীতদাস - কেনা গোলাম। 

খুঁটিয়ে খুঁটিয়ে - খুব মনোযোগ দিয়ে নজর করে। 

ছদ্মবেশ - আত্মগোপনের জন্য নেওয়া বেশ বা পোশাক। 

পুরোহিত - দেবতার পূজা করে যে। 

ভবিষ্যৎবাণী - ভবিষ্যতের কথা আগে বলে দেওয়া। 

নীতিগল্প - যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায়। 

উপদেশ - শিক্ষা, পরামর্শ, কর্তব্য সম্বন্ধে নির্দেশ। 

সততা - সাধুতা। 

কৃতজ্ঞতা - উপকারীর উপকার স্মরণ রাখা। 

সদগুণ - ভালো গুণ। 

অনুবাদ - তরজমা, অন্য ভাষায় পরিবর্তন। 

২) 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :- 

উত্তর :- শেয়াল ➡ আঙুরগুচ্ছ। 

রাখাল ছেলে ➡ বাঘ। 

ডেলফি ➡ ভবিষ্যৎবাণী। 

খরগোশ ➡ দৌড় প্রতিযোগিতা। 

হাঁস ➡ সোনার ডিম। 

৩) ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :-

৩.১) ইশপ ছিলেন একজন ____________ ( রাজা / পুরোহিত / ক্রিতদাস  ) । 

উত্তর :- ক্রিতদাস। 

৩.২) ইশপের প্রভু ছিলেন ____________ ( ক্রোসাস / অলিম্পাস / জুলিয়াস)।  

উত্তর :- ক্রোসাস। 

৩.৩) ইশপ ছিলেন _______________ ( চিন / গ্ৰিস / মিশর) দেশের লোক। 

উত্তর :- গ্ৰিস। 

৩.৪) ইশপের প্রভু ইশপকে ____________ ( এথেন্স / স্পার্টা / ডেলফি  ) নগরে পাঠিয়েছিলেন। 

উত্তর :- ডেলফি। 

৩.৫) ডেলফি শহরটি বিখ্যাত ছিল ___________ ( মসলিন কাপড় / ভবিষ্যৎবাণী / যুদ্ধবিগ্ৰহ  ) --- এর জন্য। 

উত্তর :- ভবিষ্যৎবাণী। 

৪) নীচের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে ঠিক জায়গায় বসাও :-

অনুবাদ, উপহাস, নিষ্ঠা, নীতিগল্প, সোনার ডিম। 

৪.১) কচ্ছপের ছিল জেদ আর _________। 

উত্তর :- নিষ্ঠা। 

৪.২) একটা হাঁস ___________ পাড়ত। 

উত্তর :- সোনার ডিম। 

৪.৩) চেহারা নিয়ে ইশপকে __________ শুনতে হতো। 

উত্তর :- উপহাস। 

৪.৪) ইশপের গল্পগুলি ___________ । 

উত্তর :- নীতিগল্প। 

৪.৫) ইশপের গল্পগুলি ___________ হয়েছে পৃথিবীর নানা দেশের নানা ভাষায়। 

উত্তর :- অনুবাদ। 


Comments

Popular posts from this blog

দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত কবিতার প্রশ্ন উত্তর class 3

  শব্দার্থ :- শীতল - ঠান্ডা।  নাগ - সাপ।  ক্লান্তিহরা - যে ক্লান্তি দূর করে।  মাল্য - মালা।  খাঁটি - বিশুদ্ধ।  কমল - পদ্মফুল।  অঙ্গ - শরীর।  পাঁয়জোর - নূপুর।  শিয়র - মাথা।  কনক - সোনা।  নিদ-মহল -- ঘুমের প্রাসাদ।  অন্নপানি - খাবার ও জল, এককথায় খাদ্য।  নিতি - নিত্য, রোজ।  বার্তা - খবর।  ১) নীচের প্রশ্নগুলোর দু-এককথায় উত্তর দাও :- ১.১) তোমার দেশ কোনটি?  উত্তর :- আমার দেশ ভারতবর্ষ।  ১.২) সেই দেশটি কেমন?  উত্তর :- মধুর চেয়েও মধুর।  ১.৩) দেশে থাকতে কবির কেমন লাগে?  উত্তর :- দেশে থাকতে কবির খুবই ভালো লাগে।  ১.৪) এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে, যার মধ্যে খাবার এবং জল - দুটোই থাকে। কোন ফল তা লেখো।  উত্তর :- নারিকেল।  ১.৫) ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন?  উত্তর :- কনক বা সোনা যেমন খুব মুল্যবান জিনিস তেমনি ধান ও খুব মুল্যবান জিনিস, তাই এখানে ধানকে কনকের সাথে তুলনা করা হয়েছে।  ১.৬) কবিতাটি কার লেখা?  উত্তর :- কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দ...

পানতাবুড়ি যোগীন্দ্রনাথ সরকারের লেখা গল্পের প্রশ্ন উত্তর

  ১) এক কথায় উত্তর দাও :- ১.১) পানতাবুড়ির নাম অমন হলো কেন?  উত্তর :- সব দিন পানতাভাত খেত বলে।  ১.২) পানতাবুড়ির দিন চলত কেমন করে?  উত্তর :- ভিক্ষা করে।  ১.৩) পানতাবুড়ি কার জ্বালায় অস্থির?  উত্তর :- চোরের জ্বালায়।  ১.৪)  অস্থির হয়ে পানতাবুড়ি কি করতে চলল?  উত্তর :- রাজার কাছে নালিশ করতে চলল।  ১.৫) রাস্তায় প্রথমে তার কার সঙ্গে দেখা হলো?  উত্তর :- একটা বেল - এর সঙ্গে।  ১.৬) কিছুটা দূরে গিয়ে পানতাবুড়ির সঙ্গে কার দেখা হলো ?  উত্তর :-  একটা শিঙি মাছের ।  ১.৭) সূচ  বুড়িকে  কি বলেছিল?  উত্তর :- বুড়ি, বুড়ি কোথায় যাচ্ছো?  ১.৮) ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠল কেন?  উত্তর :- সবাই বারবার একই কথা জিজ্ঞেস করার জন্য।  ১.৯) বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল?  উত্তর :- বিরক্ত হয়ে বুড়ি ছুরিকে  বলেছিল- যেথায় যাই না, তাতে তোর কি?  ১.১০) রাজবাড়ীর কাছে গিয়ে বুড়ি কি দেখল?  উত্তর :- বুড়ি দেখল, পথের ধারে একটা কুমির পড়ে আছে।  ১.১১) বুড়ি রাজবাড়ীতে কখন পৌছল?  উত্তর...

সাথী অবনীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর

  শব্দার্থ :- তেপান্তর - তিনটি প্রান্তর যেখানে মিলেছে, খুব বড়ো মাঠ।  ধু ধু - ফাকা, শূন্য।  ঝিলমিল - ঝিকমিক করা।  সাথি - সঙ্গি, বন্ধু।  আঁধি - ধুলিঝড়।  বিদ্যুল্লতা - লতার মত দেখতে বিদ্যুৎ, বিজলী।  অপরুপ - যার রুপের তুলনা হয়না।  বলাকা - পাখির ঝাক।  পারিযাত - কাল্পনিক ফুল।  সেথো - সঙ্গি, সাথি, বন্ধু।  বৃথা - ব্যার্থ, বিফল।  মিছিমিছি - শুধু শুধু, এমনি এমনি।  কুটোকাটা - খড়কুটো, ডালপালা।  ১) একটি বাক্যে উত্তর দাও :- ১.১) তালগাছ কোথায় একলা বাড়ল?  উত্তর :- তেপান্তর মাঠে।  ১.২) ঘন নীল ছায়ার মত কাদের দেখা যায়?  উত্তর :- দূরে মাঠ ঘেরা বনের লতাপাতাদের।  ১.৩) মাঠের চেয়ে বড়ো কে?  উত্তর :- মাঠের চেয়ে বড়ো আকাশ।  ১.৪) হাওয়ার সঙ্গে কে আসে?  উত্তর :- ফুলের গন্ধ।  ১.৫) ঝড়ের সঙ্গে কে কে আসে?  উত্তর :- আঁধি আর বৃষ্টি।  ১.৬) শরতের মেঘের সাথি কে?  উত্তর :- বলাকা।  ১.৭) তালগাছ কেন বৃথা আঁকুপাঁকু করে?  উত্তর :- তাদের সঙ্গে চলার জন্য।  ১.৮) তালগাছের কাছে কারা আসা...