মা ও ছেলে
রসময় লাহা
' কুলুঙ্গিতে তিন জোড়া রেখেছি সন্দেশ,
এরই মধ্যে একজোড়া কি হলো, রমেশ? '
' এত অন্ধকার, মা গো, ওই কুলুঙ্গিতে
আরো যে দু জোড়া আছে পাইনি দেখিতে। '
রসময় লাহা জীবনী :-
রসময় লাহা ( ১৮৬৯-১৯২৯) : প্রকাশিত কবিতার বই ' পুষ্পাঞ্জলি ', ' ছাইভষ্ম ', ' আরাম ', ' আমোদ ', ' পরিহাস '। ' পুষ্পাঞ্জলি ' ছাড়া অন্যান্য কবিতার বইগুলি বেশ মজার।
Comments