রবি ভাস্কর সূর্য তপন অরুণ মিহির অর্ক ।
দুই পণ্ডিত দেখা হলেই বাধবে তুমুল তর্ক ।।
ইন্দু শশী মৃগাঙ্ক চাঁদ বিধু সোম সুধাংশু ।
বাবার পায়ে হাওয়াই চটি , দাদুর পায়ে পামশু ।।
জগৎ ভুবন বসুন্ধরা পৃথিবী মহী বিশ্ব ।
ট্রেন চললে দেখবে বাইরে পিছু হাঁটছে দৃশ্য ।।
আকাশ গগন দ্যৌ আশমান নভ অম্বর ব্যোম । ভয়ের কথা মনে পড়লেই খাড়া হয়ে যায় লোম ।। জল অপ্ পানি নীর পয় বারি অম্বু ।
বাস্কেটবল খেলায় দেখা একাই একশো লঘু ।। স্রোতস্বতী তরঙ্গিনী গাঙ নদী সরিৎ ।
ও তো কেবল বন্ধু নয় , প্রকৃতই সুহূৎ ।।
জমি মাটি স্থল ভূমি মৃত্তিকা ভূপৃষ্ঠ ।
কেরোসিনের লম্বা লাইন , দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিষ্ঠ ।।
Comments