১) ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কী?
উত্তর :- ধ্বনি আর বর্ণ কিন্তু এক নয় । ধ্বনি হলো আমরা যা উচ্চারণ করি আর বর্ণ হলো সেই ধ্বনির লিখিত চেহারা । সহজ করে বললে , আমরা যা দেখি তা হলো বর্ণ আর কানে যা শুনি তা হলো ধ্বনি । তাই কানে যে ধ্বনি শুনি বা মুখে বলি তার লিখিত রূপ বর্ণ । ধ্বনির সঙ্গে সবসময় যে বর্ণ মিলে যাবে , এরকম নাও হতে পারে । যেমন ধরো আমরা বলি ‘ অ্যাখোন ’ , কিন্তু লিখি ‘ এখন ’ ।
২) ব্যঞ্জনধ্বনি কাকে বলে?
উত্তর :- যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে।
Comments