নদী কবিতা শক্তি চট্টোপাধ্যায়। নদী কবিতা প্রশ্ন উত্তর। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। শক্তি চট্টোপাধ্যায় জীবনী।
নদী
শক্তি চট্টোপাধ্যায়
নদী নদী নদী
সোজা যেতিস যদি
সঙ্গে যেতুম তোর
আমি জিবনভর।
তা নয়, গেলি বেঁকে
সোজা সহজ পথের থেকে।
আমায় বাঁকতে করে মানা
পথে- ঘাটেরই দশজনা।
ভালো তো নয় বাঁকা
সোজা সহজ পথের থেকে।
নদী নদী নদী
সোজা যেতিস যদি
সঙ্গে যেতুম তোর
আমি জিবনভর।।
শক্তি চট্টোপাধ্যায় জীবনী :
শক্তি চট্টোপাধ্যায় (১৯৩৩-১৯৯৫) : প্রথম কাব্যগ্ৰন্থ 'হে প্রেম, হে নৈঃশব্দ্য'। এছাড়াও 'ধর্মে আছি, জিরাফেও আছি', 'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান', 'সোনার মাছি খুন করেছি', 'যেতে পারি কিন্তু কেন যাব' উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 'কুয়োতলা', 'অবনি বাড়ি আছো' ? বিখ্যাত উপন্যাস। তিনি 'আনন্দ' পুরস্কার ও 'সাহিত্য আকাদেমি' পুরস্কার পেয়েছেন।
১) নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
১.১) কবিতায় কবির মনের ইচ্ছেটা কি?
উঃ- কবিতায় কবির মনের ইচ্ছে নদীর সঙ্গে জীবনভর চলার।
১.২) সেই ইচ্ছে অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন?
উঃ- কারন নদী সোজাভাবে না চলে, এঁকে বেঁকে চলে।
১.৩) নদী কীভাবে তার চলার পথে এগিয়ে চলে?
উঃ- নদী এঁকে বেঁকে তার চলার পথে এগিয়ে চলে।
Comments