Skip to main content

অন্যখানে কবিতা

 অন্যখানে

সুখলতা রাও

হাটে গোলমাল     বেচে কেনে মাল

কত লোকজন     কত মন মন

চাল ডাল নুন,      ঢেড়স বেগূন, 

তরকারি শিম,      মাছ আলু ডিম, 

ধামা ভরা আম,    পেপে কলা জাম, 

হাড়ি হাড়ি খাসা,     গূড়ের বাতাসা। 

ওই কার ছেলে       ইস্কুল ফেলে

পড়ার বেলায়        পায়রা ওড়ায়। 

Comments

Popular posts from this blog

দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত কবিতার প্রশ্ন উত্তর class 3

  শব্দার্থ :- শীতল - ঠান্ডা।  নাগ - সাপ।  ক্লান্তিহরা - যে ক্লান্তি দূর করে।  মাল্য - মালা।  খাঁটি - বিশুদ্ধ।  কমল - পদ্মফুল।  অঙ্গ - শরীর।  পাঁয়জোর - নূপুর।  শিয়র - মাথা।  কনক - সোনা।  নিদ-মহল -- ঘুমের প্রাসাদ।  অন্নপানি - খাবার ও জল, এককথায় খাদ্য।  নিতি - নিত্য, রোজ।  বার্তা - খবর।  ১) নীচের প্রশ্নগুলোর দু-এককথায় উত্তর দাও :- ১.১) তোমার দেশ কোনটি?  উত্তর :- আমার দেশ ভারতবর্ষ।  ১.২) সেই দেশটি কেমন?  উত্তর :- মধুর চেয়েও মধুর।  ১.৩) দেশে থাকতে কবির কেমন লাগে?  উত্তর :- দেশে থাকতে কবির খুবই ভালো লাগে।  ১.৪) এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে, যার মধ্যে খাবার এবং জল - দুটোই থাকে। কোন ফল তা লেখো।  উত্তর :- নারিকেল।  ১.৫) ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন?  উত্তর :- কনক বা সোনা যেমন খুব মুল্যবান জিনিস তেমনি ধান ও খুব মুল্যবান জিনিস, তাই এখানে ধানকে কনকের সাথে তুলনা করা হয়েছে।  ১.৬) কবিতাটি কার লেখা?  উত্তর :- কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দ...

আরাম কবিতার প্রশ্ন উত্তর। শঙ্খ ঘোষের কবিতা।

  ১) এককথায় উত্তর দাও :- ১.১) কূজন কি?  উত্তর :- পাখিদের কিচিরমিচির আওয়াজ।  ১.২) কীভাবে ঘুম ভাঙল?  উত্তর :- পাখিদের কূজনে ঘুম ভাঙল।  ১.৩) ঘুম ভেঙে কি দেখা গেল?  উত্তর :- ঘুম ভেঙে দেখা গেল, দুই পাশে বাবা-মা দুজনেই আছে।  ১.৪) জিজি আর পুতুলেরা  কি করছে?  উত্তর :- জিজি বেঘোরে ঘুমাচ্ছে আর পুতুলেরা ঘরে নাচছে।  ১.৫) ' কি আরাম ' ------ কখন এমন মনে হলো?  উত্তর :- যখন একদিকে আজান আর একদিকে সিয়ারাম শুনে সবকিছু ঠিকঠাক আছে মনে হলো।  ১.৬) সবকিছু ঠিকঠাক মনে হলো কখন?  উত্তর :- যখন একদিকে আজান আর একদিকে সিয়ারাম শোনা গেল তখন।    শব্দার্থ  :-    কুজন - কাকলি, পাখির ডাক।    জিজি - দিদি।  বেঘোর - বেহুশ বা অচেতন।  টুং টাং - একরকম আওয়াজ বা শব্দ, এখানে বাজনার শব্দ বোঝাচ্ছে।  আরাম - সস্তি বোধ করা।  সিয়ারাম - সিতারাম শব্দ থেকে এসেছে।  আজান - নামাজ পড়ার জন্য ডাক । ২) যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো :- ২.১) কবিতাটিতে ( ভোরবেলার / রাত্রিবেলার) কথা বলা হয়েছে।  উত্তর :- ভোরবেলার।...

নদী কবিতা শক্তি চট্টোপাধ্যায়। নদী কবিতা প্রশ্ন উত্তর। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। শক্তি চট্টোপাধ্যায় জীবনী।

                                 নদী      শক্তি চট্টোপাধ্যায়                   নদী নদী নদী                সোজা যেতিস  যদি                 সঙ্গে যেতুম তোর                  আমি জিবনভর।                  তা নয়, গেলি বেঁকে        সোজা      সহজ পথের থেকে।         আমায়       বাঁকতে করে মানা         পথে-          ঘাটেরই দশজনা।                 ভালো তো নয় বাঁকা        সোজা       সহজ পথের থেকে।                     নদী ন...